সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / পুঠিয়ায় নাটোরের ২ যুবক অস্ত্রসহ গ্রেফতার

পুঠিয়ায় নাটোরের ২ যুবক অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহী পুঠিয়া উপজেলার খলিফাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সামাদ সুজন (২৮) ও তৌহিদুর রহমান তানভীর (২৬) নামে ২জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ এর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।

আজ বুধবার (১৩ ডিসেম্বর) সকালে দু’জনের আটকের বিষয়টি জানানো হয়। গতকাল (১২ জানুয়ারী) মঙ্গলবার সন্ধা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল উপজেলার খলিফাপাড়া এলাকায় নন্দনগাছী রোডে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে ১ টি বিদেশি রিভলবার, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি ও ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত যুবকেরা হলেন নাটোর সদর উপজেলার চকরামপুর গ্রামের আবু জাফর ও হাফিজুর রহমান এর ছেলে।

র‌্যাব জানায়, আটক ২ জনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক ব্যবসার মামলা দায়েরের আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …