শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলি সীমান্তে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

হিলি সীমান্তে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি’র উদ্যোগে সীমান্তবর্তী গরিব, অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে হাকিমপুর ডিগ্রী কলেজ মাঠে সীমান্তর্বী কয়েকটি গ্রামের তিনশ মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন জয়পুরহাট ২০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফেরদৌস হাসান টিটো।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, বিজিবি’র মহাপরিচালকের নির্দেশক্রমে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ৩টি বিশেষ ক্যাম্প ও ৯টি বিওপি’র সীমান্তবর্তী প্রায় ২ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে এসব কম্বল বিতরণ করা হয়।

এ সময় হিলি সিপি কম্পানি কমান্ডার সুবেদার তবিবুর রহমান, হিলি বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার সোলাইমান আলীসহ অন্যান্য বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …