মঙ্গলবার , এপ্রিল ১৫ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নলডাঙ্গায় ধর্ষণ ও বিভিন্ন অপকর্মের মূল হোতাদের বিচারের দাবীতে মানববন্ধন

নলডাঙ্গায় ধর্ষণ ও বিভিন্ন অপকর্মের মূল হোতাদের বিচারের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গার বাঁশভাগে ধর্ষণ ও বিভিন্ন অপকর্মের মূল হোতাদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সকালে বাঁশভাগ পূর্বপাড়া মোড়ে এই মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধী আবু জিহাদ আনিস ও রেজাউল সিন্ডিকেট করে নারী দিয়ে মানুষকে জিম্মি করে অর্থ উপার্জন করে।

এলাকায় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, দিনমজুর ও শ্রমিক সহ সাধারণ মানুষদের জিম্মি করে নানা অপকর্ম করে। অনেককে মিথ্যা মামলা দিয়ে নাজেহালও করে তারা। এলাকাবাসী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান। সম্প্রতি আনিছকে ধর্ষণ মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে জেলজাজতে প্রেরণ করে পুলিশ। তবে ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে রেজাউল। আনিছ বাঁশভাগ মধ্যপাড়ার আবুল হোসেনের ছেলে ও সাবেক ছাত্রলীগ নেতা।

আরও দেখুন

নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) …