সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সমাজ সেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজারের বিরুদ্ধে সেবা গ্রহীতাদের সেবা প্রদানের জন্য অর্থ দাবি করার অভিযোগ

সমাজ সেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজারের বিরুদ্ধে সেবা গ্রহীতাদের সেবা প্রদানের জন্য অর্থ দাবি করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
লালপুরে সমাজ সেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজারের বিরুদ্ধে সেবা গ্রহীতাদের সাথে খারাপ আচরণ ও সেবা প্রদানের জন্য অর্থ দাবি করার অভিযোগ উঠেছে।

সূত্রে জানা যায়, লালপুর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার হাসানুজ্জামান ও অর্জুনপুর – বরমহাটি ( এবি) ইউনিয়নের সমাজ কর্মী নজরুল ইসলামের বিরুদ্ধে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় ও এবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার এ অভিযোগ উত্থাপন করেছেন উপজেলা পরিষদের আক্টোবর মাসের সভায়।

এ ব্যাপারে হাসানুজ্জান ও নজরুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধ উত্থাপিত অভিযোগটি সঠিক নয়।

উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …