সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বাগাতিপাড়ায় এমপি বকুলের নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের র‌্যালী ও সমাবেশ

নাটোরের বাগাতিপাড়ায় এমপি বকুলের নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের র‌্যালী ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিশাল আনন্দ র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের নেতৃত্বে এই কর্মসূচী পালিত হয়েছে।

রোববার বিকেলে বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ব্যানারে কয়েক হাজার নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। 

সাংসদ শহিদুল ইসলাম বকুল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনের শপথ করছি। সকল ষড়যন্ত্র প্রতিহত করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে জাতির পিতার আজন্ম লালিত স্বপ্ন পূরণে আমাদের কার্যকরী ভূমিকা রাখতে হবে।

বকুল আরও বলেন, জীবন মৃত্যুর কঠিন চ্যালেঞ্জের ভয়ংকর অধ্যায় পার করে বঙ্গবন্ধুর সারা জীবনের স্বপ্ন, সাধনা ও নেতৃত্বের ফসল স্বাধীন সার্বভৌম বাংলাদেশে। এই বাংলাদেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র অব্যাহত আছে। এখনও এই দেশে মৌলবাদী চক্র জাতির জনককে অপমানের স্পর্ধা দেখায়। এখনও বিএনপি-জামাত দেশের বিরুদ্ধে প্রকাশ্যে ষড়যন্ত্র করে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সর্বদা রাজপথে সজাগ থাকার জন্য সকলের নিকট আহ্বান জানাচ্ছি।’ 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …