শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপন

বড়াইগ্রামে হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরে বড়াইগ্রামের নওদাপাড়ায় হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে এ উপলক্ষ্যে সমাজসেবক আতাউর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

সভায় বিশেষ অতিথি হিসাবে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও নাটোর জেলা পরিষদের সদস্য বীর মুুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকসহ আওয়ামী লীগ নেতা আতাউর রহমান জার্সিস, ইউপি সদস্য সাইফুল ইসলাম, মতিউর রহমান মতি ও আলেয়া খাতুন বক্তব্য রাখেন।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …