নিজস্ব প্রতিবেদক:
বিশিষ্ট আইনজীবী ও পুঠিয়া হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতির সভাপতি এডঃ সুশান্ত কুমার ঘোষ পরলোক গমন করেছে। বৃহস্পতিবার রাত্রি ২ টা ৪৫ মিনিটে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি তার জীবনকালে পুঠিয়া হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতির সভাপতি, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক কনভেনার, রাজশাহী জজ কোর্টের ডিশনাল জি.পি ছিলেন। এবং তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগে হতে আজন্ম যোদ্ধা সম্মাননা পান।
পুঠিয়া হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতি সাধারণ সম্পাদক পল্লব কুমার সেনগুপ্ত এক শোকবার্তাতে জানান, সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য পুঠিয়া গোবিন্দ মন্দিরের সম্মুখে পুঠিয়া রাজবাড়ি মাঠে তার মরদেহ সকাল ১১ টা ৩০ মিনিট থেকে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত রাখা হবে। এবং দুপুর ১টায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠান পুঠিয়া কেন্দ্রীয় মহাশ্মশানে অনুষ্ঠিত হবে। উক্ত শেষ কৃত্য অনুষ্ঠানে তিনি সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা করেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …