নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া পৌরসভার সাবেক মেয়র ও মিউনিসিপাল এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক মহাসচিব শামিম আল-রাজির ৩য় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের ৭ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। এর আগে ৬ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি সিংড়া পৌর শহরের পাড়া জয়নগর মহল্লার মরহুম ডাক্তার মাহতাব উদ্দিনের ছেলে। শামিম আল রাজি সিংড়া পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র ছিলেন। সিংড়া পৌর বিএনপির সভাপতি ও সর্বশেষ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বলেন, মরহুম শামীম আল-রাজি ছিলেন সিংড়া বিএনপির অবিসংবাদিত নেতা। তাঁর অভাব কখনই পূরণীয় নয়। তিনি বেঁচে থাকলে বিএনপি আরো শক্তিশালী অবস্থানে থাকতো।
আরও দেখুন
তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু
নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …