সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / পুঠিয়া রাজবাড়ী থেকে স্কুলছাত্রীকে অপহরণ

পুঠিয়া রাজবাড়ী থেকে স্কুলছাত্রীকে অপহরণ

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া (রাজশাহী):
রাজশাহীর পুঠিয়া রাজবাড়ীতে বেড়াতে এসে মিথিলা খাতুন (১৬) নামের এক দশম শ্রেণির ছাত্রী অপহরণের শিকার হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগির পরিবারের লোকজন থানায় একটি অপহরণের অভিযোগ করেছেন। মিথিলা খাতুন নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামের বকুল হোসেনের মেয়ে ও জামনগর হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী।

থানার উপ-পরিদর্শক ও অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সইবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই কিশোরী গত দু’দিন আগে পুঠিয়া বাজার এলাকায় তার মামা আব্দুল গুফুরের বাড়িতে বেড়াতে আসে। সেই সুবাদে গতকাল মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে রাজবাড়িতে বেড়াতে যায়। সে সময় নাটোরের বাগাতিপাড়ার জামনগর গ্রামের মুন্না নামের এক যুবক দলবল নিয়ে তাকে অপহরণ করেছে বলে তার পরিবারের পক্ষ থেকে ওইদিন (মঙ্গলবার) রাতে পুঠিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ ওই কিশোরীকে উদ্ধারে করতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …