রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নৌকা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন- উপজেলা আওয়ামী লীগ

নৌকা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন- উপজেলা আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
১৬ জানুয়ারী ২য় ধাপ পৌরসভা নির্বাচনে নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভায় নৌকা প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ। আজ মঙ্গলবার সন্ধ্যায় গোপালপুর পৌরসভা এলাকার চকনাজিপুর বাজারে এক পথ সভায় এই আহ্বান জানানো হয়।

পথসভায় বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের নেতা গোলাম মোর্ত্তজা বাবু, লালপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরল প্রমুখ।

সভায় বক্তারা উপস্থিত নেতাকর্মীদের ও ভোটারদের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রোকসানা মোর্তজা লিলিকে নৌকা প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …