রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / পৌর নিবার্চনী প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত মতবিনিময় সভা

পৌর নিবার্চনী প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
১৬ই জানুয়ারী নাটোরের গুরুদাসপুর পৌরসভা নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচনী আইন শৃঙ্খলা ও আচরণ বিধি মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের অবহিত করার নিমিত্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার সকালে পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত ওই মতবিনিময় সভায় রিটানিং কর্মকর্তা নির্বাহী অফিসার তমাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাটোর জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা ও জেলা নির্বাচন কর্মকর্তা আছলাম।

এসময় বক্তরা বলেন,বর্তমান সরকার সকল নির্বাচন সুষ্ঠ , নিরপেক্ষ ও জনসাধারন যাতে নির্বিঘ্নে নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। বর্তমান সরকারের অঙ্গিকার বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা সহকারি কমিশন (ভূমি) রাসেল, উপজেলা সহকারি রিটানিং কর্মকর্তা আমিরুল ইসলামসহ প্রমুখ।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …