সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের গুরুদাসপুরে চুরি যাওয়া শিশুটি উদ্ধার করেছে পুলিশ

নাটোরের গুরুদাসপুরে চুরি যাওয়া শিশুটি উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে চুরি যাওয়া শিশু তাইব্যাকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে গুরুদাসপুর থানা কমপ্লেক্সে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। এই ঘটনায় অভিযুক্ত শাকিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শাকিলা বড়াইগ্রাম উপজেলার তিরাইল গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী। উল্লেখ্য গত ২৩ ডিসেম্বর সকালে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর থেকে শিশুর তাইয়্যেবা কে চুরি করে নিয়ে যায় অভিযুক্ত শাকিলা। এরপরে শিশুটির বাবা তফিজ উদ্দিন বাদী হয়ে ঐ দিনই গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এই অভিযোগের সূত্র ধরে পুলিশ হাসপাতালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাতদিন ধরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গতকাল ৩০ডিসেম্বর বড়াইগ্রামের কালিকাপুর গ্রাম হতে শিশু তায়্যিবাকে উদ্ধার এবং অভিযুক্ত শাকিলাকে গ্রেফতার করে পুলিশ।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …