মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় ওসমান সরকার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বৃপাথুরিয়া কুসুমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান একই এলাকার মৃত শাহেদ সরকারের ছেলে।

এলাকাবাসী জানায় বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওসমান সরকার মসজিদে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপরে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক ওসমানকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী মোটরসাইকেলটি আটক করতে পারলেও এর চালককে আটক করতে পারেনি।

আরও দেখুন

নাটোরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে ই- গভন্যাস ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ …