নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে পূজা-অর্চনা, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করা হয়। এই উপলক্ষে শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে গোবিন্দ মন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বিপুল সংখ্যক ভক্তমন্ডলী শোভাযাত্রায় অংশ গ্রহন করেন। মঙ্গল শোভাযাত্রাটি গোবিন্দ মন্দির থেকে বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুণরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে পুঠিয়া হিন্দু কল্যান ও সংস্কার সমিতির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম. হিরা বাচ্চু বলেন, পুঠিয়া-দূর্গাপুরের মাননীয় সংসদ সদস্য ডা.মুনসুর রহমান মহোদয় ব্যস্ত থাকায় অনুষ্ঠানে আসতে পারেননি বলে তাহার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থণা ও দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বিগত দিনে সব সময় আপনাদের পাশে ছিলাম এবং যতদিন বেঁচে আছি পুঠিয়ার সকল মানুষের কল্যানে পাশে থাকবো।
অনুষ্ঠানে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল উদ্দীন আহমেদ বলেন, দুষ্টের দমন আর শিষ্টের পালনে ভগবান অবতার রুপে পৃথিবীতে অবতীর্ণ হন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৫ তম আবির্ভাব তিথিতে কৃপাময়ের কাছে সকলের জন্য মঙ্গল কামনা করেন।
এ সময়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদক সহ অন্যান্য নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের
নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …