শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় যেভাবে পরাজিত হলো আওয়ামী লীগ প্রার্থী

পুঠিয়ায় যেভাবে পরাজিত হলো আওয়ামী লীগ প্রার্থী

বিশেষ প্রতিবেদক:
রাজশাহীর পুঠিয়ায় যেভাবে পরাজিত হলো আওয়ামী লীগ প্রার্থী, বিএনপির প্রার্থী আল মামুন ধানের শীষ প্রতীক নিয়ে ৫৯২৩ ভোট, আওয়ামী লীগ মনোনীত রবিউল ইসলাম রবি নৌকা প্রতীকে পেয়েছেন ৫১৬০ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা গোলাম আযম পেয়েছেন ১১৭৪ ভোট। পুঠিয়া পৌরসভা নির্বাচনে ভোট পড়েছে ১২ হাজার ২৫৪টি। এছাড়া ভোট বাতিল হয়েছে ৩৪টি। ৭৩ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। এ পৌরসভার মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৩৩ জন।

২৮ ডিসেম্বর সোমবার দেশের প্রথম ধাপে যেসকল পৌরসভায় নির্বাচন সম্পন্ন হয় তার মধ্যে পুঠিয়া পৌরসভা অন্যতম। নির্বাচনে আওয়ামী লীগ থেকে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত বিদ্রোহী হিসেবে থেকে যান যুবলীগ নেতা গোলাম আযম। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পান রবিউল ইসলাম রবি।

বিদ্রোহী প্রার্থী থাকায় এবারও বিএনপির ধানের শীষ প্রতীক এর প্রার্থীর জন্য সুযোগ এসে যায় নির্বাচনে জেতার। তার পরেও তৃণমূলের আওয়ামী লীগ কর্মী সমর্থকরা দলের অন্তর্দ্বন্দ্বকেই দায়ী করছেন। শেষ পর্যন্ত যুবলীগ কর্মী গোলাম আযমকে প্রার্থিতা প্রত্যাহার করাতে না পারা ছিল দলীয় নেতাদের ব্যর্থতা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন দলীয় কর্মী জানান, আবারো রবিকে আওয়ামী লীগের প্রার্থী করায় অনেকেই হতাশ হয়েছিলেন। দলে এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এরপরেও নির্বাচনের তিনদিন আগে রবিউল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় দৈনিকে দুর্নীতির খবর ছাপা হয়। এটাও হারের অন্যতম কারণ বলে জানাচ্ছেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা।

স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত হওয়ার সত্তেও এই হার অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক বলে জানান স্থানীয় অনেক নেতাকর্মী।

নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হলেও বিএনপির ধানের শীষের প্রার্থী আল মামুন জানান, ভোট সুষ্ঠু হলে তিনি আরো অনেক বেশি ভোটে জয়লাভ করতেন।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …