নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় প্রতিপক্ষের কোদালের আঘাতে আহত রছুল আমিন (৬০)নামের এক কৃষকের মৃত্যু হয়েছ। সোমবার ভোর ৫টার দিকে রুছুল আমিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। নিহত রছুল উপজেলার খরসতি গ্রামের মৃত-আজাদ উল্লাহর ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী জানান, গত ২৬ ডিসেম্বর বিকেল ৫ টার দিকে নিহত রছুলের ভুট্টা ক্ষেতের মধ্যে দিয়ে একই গ্রামের আহাদ কাজীর ছেলে মান্না কাজী তার জমি চাষ করার জন্য ট্রাক্টর নিয়ে যায় রুছুল আমিনের ভুট্টা ক্ষেতের মধ্যে দিয়ে। এতে রছুলের জমির ভুট্টার ক্ষতি হয়। এতে তাদের দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মান্না কাজী, রুছুল আমিনকে কোদাল দিয়ে তেড়ে যায়। এসময় পাশের জমিতে কাজ করতে থাকা বক্করের স্ত্রীর পাশে গিয়ে লুকায় রছুল। সেখানে গিয়েই মান্না কাজী তার মাথায় কোদাল দিয়ে আঘাত করলে রছুল গুরুতর আহত হয়।
গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী প্রথমে তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫ টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ ময়না তদন্ত শেষে মরদেহ রছুলের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এব্যাপারে এখনো থানায় মামলা দায়ের করা হয়নি। পুলিশ এখনো কাউকে আটক করেনি।