রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা পৌরসভার নির্বাচন উপলক্ষ্যে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নলডাঙ্গা পৌরসভার নির্বাচন উপলক্ষ্যে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নলডাঙ্গা পৌরসভার নির্বাচন উপলক্ষ্যে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা এগারোটার দিকে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সগ-সভাপতি ও সমন্বয় কমিটির প্রধান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক শামসুল ইসলাম, সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী, যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস।

সভায় বক্তারা আসন্ন ১৬ জানুয়ারি নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের পক্ষে কাজ করে দলের সভাপতি শেখ হাসিনা মনোনীত মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনিরকে বিজয়ী করার আহবান জানান।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …