সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের লালপুর থেকে গাঁজাসহ একজন আটক

নাটোরের লালপুর থেকে গাঁজাসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুর থেকে গাঁজাসহ শাহাজাহান আলী (২৮)নামে একজনকে আটক করেছে র‌্যাব। শনিবার বিকেল পৌনে তিনটার দিকে তাকে ১ কেজি গাঁজাসহ উপজেলার চকশোভ এলাকা থেকে আটক করা হয়।
আটক শাহাজাহান উপজেলার চন্দপুর (মিল্কি পাড়া)গ্রামের মৃত নয়ন উদ্দিন প্রামানিকের ছেলে।

র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মাসুদ রানা জনান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল শনিবার বিকেল পৌনে তিনটার দিকে উপজেরার চকশোভ এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় ১ কেজি গাঁজাসহ শাজাহানকে হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাজাহান ওই গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
তিনি আরো জানান, উপরোক্ত ঘটনায় লালপুর থানায় মামলা রুজু করা রয়েছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …