নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ার ঝুটন বেওয়া পেলেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া একটি ঘর। শনিবার দুপুরে এই ঘর বরাদ্দ দেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ পিএএ। মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুর্নবাসনের লক্ষ্যে বাগাতিপাড়া উপজেলার নির্মাণাধীন গৃহ নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে তিনি ঝুটন বেওয়াকে ওই ঘর এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন।
এর আগে উপজেলার জামনগর ইউনিয়নের ঝুটন বেওয়া দরিদ্রদের ঘর নির্মাণের জন্য তার নিজস্ব একখন্ড জমি প্রধানমন্ত্রীকে দান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালসহ সহকারী কমিশনার(ভূমি), প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …