সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বাংলাদেশ টেলিভিশনের ৫৬ বছর পূর্তি উদযাপন

নাটোরে বাংলাদেশ টেলিভিশনের ৫৬ বছর পূর্তি উদযাপন


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বাংলাদেশ টেলিভিশনের ৫৬ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার বেলা এগারোটার দিকে নাটোর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের নাটোর প্রতিনিধি জালাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহ রিয়াজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুবিধ কুমার মৈত্র, পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র উমা চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের ডিডি জাহাঙ্গীর আলমসহ সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গৌরবের পথপরিক্রমায় শীর্ষক আলোচনা সভায় বক্তারা বিটিভির ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে ৫৬ বছর পূর্তি উপলক্ষ্যে কেক কাটা হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …