নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপিত

সিংড়ায় শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
সিংড়ায় শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল দশটার দিকে স্থানীয় রাধাগোবিন্দ মন্দির থেকে এই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিংড়া উপজেলা ও পৌর শাখা আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৫ তম শুভ মহা আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি উমা চৌধুরী জলি এবং বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, অ্যাডভোকেট সুশান্ত কুমার ঘোষ প্রমুখ।

আরও দেখুন

বাগাতিপাড়ায় সেরা শিক্ষক-শিক্ষার্থী নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায়ে সেরা শিক্ষক-শিক্ষার্থী এবং প্রতিষ্ঠান নির্বাচিত …