সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে পুত্রবধু ধর্ষণ ঘটনায় শ্বশুর গ্রেপ্তার

নন্দীগ্রামে পুত্রবধু ধর্ষণ ঘটনায় শ্বশুর গ্রেপ্তার

নাজমুল হুদা,নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে পুত্রবধু ধর্ষণ ঘটনায় লম্পট শ্বশুর গ্রেপ্তার হয়েছে। থানার এসআই শাহ সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে ২১ ডিসেম্বর ঢাকা মহানগরের মধুবাগ এলাকা থেকে লম্পট বাচ্চু মিয়া (৫০) কে গ্রেপ্তার করে। সে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাদলাশন গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

জানা গেছে, ৫০ বছর বয়সী বাচ্চু মিয়ার কুনজর পড়ে তার ২১ বছর বয়সী পুত্রবধুর প্রতি। গত ১০ ডিসেম্বর সকাল আনুমানিক ১০ টায় তার পুত্রবধু একাই বাড়িতে ছিলো। এই সুযোগে লম্পট বাচ্চু মিয়া তার পুত্রবধুকে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনা জানাজানি হলে বাচ্চু মিয়া পালিয়ে যায়। এরপর ১৬ ডিসেম্বর পুত্রবধু নিজেই বাদী হয়ে নন্দীগ্রাম থানায় ধর্ষণের অভিযোগে তার শ্বশুর বাচ্চু মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

থানার ওসির দায়িত্বে ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রশিদ সরকার জানান, বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করে ২২ ডিসেম্বর বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …