মঙ্গলবার , নভেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টারের পতাকা উত্তোলন

নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টারের পতাকা উত্তোলন

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সেনাবাহিনীর নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টার, ঢাকা-এর পতাকা উত্তোলন অনুষ্ঠান রোববার ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে আর্মি ডেন্টাল কোরের একটি চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন এবং প্রধান অতিথিকে সালাম প্রদান করে। পরে সেনাবাহিনী প্রধান আনুষ্ঠানিকভাবে মিলিটারি ডেন্টাল সেন্টার, ঢাকা-এর পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে সেনাবাহিনী প্রধান তার দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণীত ফোর্সেস গোল ২০৩০-এর অংশ হিসেবে ২৩টি মিলিটারি ডেন্টাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে স্বতন্ত্রভাবে আর্মি ডেন্টাল কোরের নবযাত্রা শুরু হয়। পরবর্তীতে সেনাবাহিনী প্রধানের প্রত্যক্ষ দিকনির্দেশনায় আর্মি ডেন্টাল কোরের পতাকা অনুমোদিত হয়। সদর দপ্তর লজিস্টিক্‌স এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও বিভিন্ন পদবির সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। আইএসপিআর

আরও দেখুন

নাটোরে হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,হিন্দু জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু …