নিজস্ব প্রতিবেদক:
মুজিববর্ষ উপলক্ষে ও আত্মনির্ভরশীলতা সৃষ্টির লক্ষ্যে নাটোরে ৬৫ জন প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। সোমবার নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় মেশিনগুলো হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, জননেত্রী শেখ হাসিনার যোগ্য ও দূরদর্র্শী নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিক পথ পরিক্রমায় ২০৪১ সালে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ১০টি উন্নত দেশের মধ্যে একটি হবে। এই লক্ষ্য অর্জন দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে উন্নয়ন কাজে নিয়োজিত করা হচ্ছে। সকলের সম্মিলীত প্রচেষ্টায় আমরা আমাদের অভীস্ট লক্ষ্যে উপনীত হতে চাই।
নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর জজকোর্টের পিপি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্ত্তোজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপদপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল-সাকিব বাকি, মহিলা ভাইস চেয়ারম্যান শেখ কামরুন্নাহার কাজল, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম প্রমুখ।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …