মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামের লক্ষ্মীকোল পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রটি সাব-জোনালে উন্নীত

বড়াইগ্রামের লক্ষ্মীকোল পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রটি সাব-জোনালে উন্নীত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাভূক্ত বড়াইগ্রামের লক্ষ্মীকোল অভিযোগ কেন্দ্রটি সাব-জোনাল অফিসে উন্নীত করা হয়েছে। শনিবার জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ উপলক্ষ্যে বড়াইগ্রাম পৌরসভা চত্ত¡রে আয়োজিত সভায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মোমিনুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, লক্ষ্মীকোল সাব-জোনাল অফিসের ইনচার্জ (এজিএম) শাহিনুল ইসলাম মৃধা, প্রকৌশলী আবুল কালাম আযাদ, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম ও বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

আরও দেখুন

সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …