শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / অজ্ঞাত বৃদ্ধা মহিলার দায়িত্ব নিলেন সিংড়ার ইউএনও

অজ্ঞাত বৃদ্ধা মহিলার দায়িত্ব নিলেন সিংড়ার ইউএনও

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া বাসষ্ট্যান্ডে পাওয়া অজ্ঞাত বৃদ্ধা মহিলার দায়িত্ব নিয়েছেন সিংড়ার নতুন ইউএনও এম.এম. সামিরুল ইসলাম। শুক্রবার রাতে বাসষ্ট্যান্ডে ঐ বৃদ্ধা মহিলাকে দেখতে পায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুবায়ের আহমেদ জয় ও যুগ্ন সম্পাদক বনি আহমেদ।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ ও সাংবাদিক রবিন খান। পরে বিষয়টি ভাইরাল হলে ইউএনও ঐ বৃদ্ধা মহিলার দায়িত্ব গ্রহণ করেন। রাতেই ঐ মহিলাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।

পরে তাঁকে দুটি কম্বল দেন এবং খাবার ব্যবস্থা করেন। বর্তমানে বৃদ্ধা ঐ মহিলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীণ অবস্থায় রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতে ঐ বৃদ্ধাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। সেখানে ডাক্তারের তত্ববধানে রয়েছে। সন্ধান না পেলে সেভ হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …