সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করলেন- মেয়র পদপ্রার্থী বিমল

লালপুরে নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করলেন- মেয়র পদপ্রার্থী বিমল

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
২য় ধাপ পৌরসভা নির্বাচনে নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভা ভোটের নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করলেন মেয়র পদপ্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমল। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টা ৪০ মিনিটের দিকে লালপুর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা হাসিব বিন শিহাবের হাতে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

মঞ্জুরুল ইসলাম বিমল এর আগে গোপালপুর পৌরসভার ৩ বার নির্বাচিত মেয়র ছিলেন। এবং তিনি নাটোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ও লালপুর থানা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমান তিনি সাবেক নাটোর জেলা বিএনপির নেতা ও গোপালপুর পৌরসভার সাবেক মেয়র। মঞ্জুরুল ইসলাম বিমল এই নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করবেন বলে জানা যায়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …