বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / আন্তর্জাতিক / এ বছর বিশ্বজুড়ে জেলে গেছে রেকর্ডসংখ্যক সাংবাদিক

এ বছর বিশ্বজুড়ে জেলে গেছে রেকর্ডসংখ্যক সাংবাদিক

নিউজ ডেস্ক:
দায়িত্ব পালন করতে গিয়ে এ বছর রেকর্ড সংখ্যক সাংবাদিককে জেলে যেতে হয়েছে। এ তথ্য জানিয়েছে, নিউ ইয়র্ক ভিত্তিক সংগঠন, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস-সিপিজে।

মঙ্গলবার তাদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের পহেলা ডিসেম্বর পর্যন্ত অন্তত ২শ’ ৭৪ সাংবাদিককে দায়িত্ব কারাগারে যেতে হয়েছে।গত বছর এ সংখ্যা ছিল ২শ’ ৫০।  চীন, তুরস্ক, মিশর ও সৌদি আরবে সবচেয়ে বেশি সাংবাদিকের জেল হয়েছে।

সিপিজে জানায়, বিক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনা নিয়ে খবর প্রকাশ করতে গিয়ে অনেক সাংবাদিককে এ বছর কারাগারে যেতে হয়েছে।

এছাড়া অনেক দেশের সরকারের করোনা মহামারির খবর প্রকাশের ঘটনায় অনেক সাংবাদিককে জেলে যেতে হয়।  অন্তত দুইজন সাংবাদিক পুলিশি হেফাজতে করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন বলে জানায় সিপিজে।

আরও দেখুন

নাটোরের লালপুরে মসজিদে ‘জয় বাংলা’ কাণ্ডে সেই সাইনবোর্ড দান করা ব্যক্তিকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক লালপুর……………………… নাটোরের লালপুর উপজেলায় একটি মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানসহ বার্তা প্রদর্শিত …