সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় স্কয়ার হাসপাতালে চিকিৎসকের অবহেলায় প্রসূতি মৃত্যু

পুঠিয়ায় স্কয়ার হাসপাতালে চিকিৎসকের অবহেলায় প্রসূতি মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া (রাজশাহী):
রাজশাহীর পুঠিয়া পৌরসভা এলাকায় বেসরকারি স্কয়ার হাসপাতালে সিজারিয়ান অপারেশনে চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মোতালেব এর মেয়ে মামনি খাতুন (২১) নামে এক অন্তঃসত্ত্বার প্রসব বেদনা উঠলে ১৪ ডিসেম্বর সোমবার বিকাল ৫ টার দিকে পুঠিয়া স্কয়ার হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকজন।

ওই হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক ডা. আরেফিন সিদ্দিক বলেন, পেটের মধ্যে বাচ্চার অবস্থা ভালো নয়, তাই জরুরী সিজার করাতে হবে। তাদের কথা অনুযায়ী সন্ধ্যা ৭টার দিকে মামনি খাতুনকে অপারেশন (সিজার) করেন, অপারেশনে কন্যা সন্তান হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ প্রসূতির অবস্থা বেগতির ফলে তাড়াহুড়া করে তারা নিজেরাই একটি মাইক্রোবাসে তুলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

পরে (রামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, প্রায় দেড় থেকে দুই ঘন্টা আগে প্রসূতি মারা গেছেন।

এ ব্যাপারে থানার ওসি রেজাউল ইসলাম বলেন, স্কয়ার হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় থানায় এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …