বৃহস্পতিবার , জানুয়ারি ২ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁর প্রবীণ সাংবাদিক বিশ্বনাথ দাসের প্রয়াণ

নওগাঁর প্রবীণ সাংবাদিক বিশ্বনাথ দাসের প্রয়াণ


নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর প্রবীণ সাংবাদিক বিশ্বনাথ দাস মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোর রাতে নওগাঁ শহরের পার-নওগাঁয় এলাকায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই সাংবাদিক। মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘ সাংবাদিকতার জীবন বিশ্বনাথ দাসের। আশির দশকে দৈনিক করতোয়া পত্রিকায় নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন তিনি। পরে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন বিশ্বনাথ দাস। সর্বশেষ তিনি সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকায় নওগাঁ জেলা প্রতিনিধি ছিলেন। নওগাঁ জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পদে দ্বায়িত্ব পালন করেছেন তিনি। বিশ্বনাথ দাস দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বিকেলে শহরের কালিতলা শ্মশান ঘাটে বিশ্বনাথ দাসের শেষকৃত্য সম্পর্ণ করা হবে।

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …