নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে চিনিকল শ্রমিক-কর্মচারী ও আখচাষী কল্যাণ সমিতি। মঙ্গলবার বেলা এগারোটার দিকে নাটোর সুগার মিলস প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্কপ জেলা সমন্বয়ক এবং বাংলাদেশ ওয়ার্কাস পার্টির নেতা মিজানুর রহমানের সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,আখচাষী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক ময়েজ উদ্দিন,বাসদ জেলা সমন্বয়ক দেবাশীষ রায় প্রমুখ।
সমাবেশে বক্তারা চিনিকল বন্ধ নয়, আধুনিকায়ন করা, দেশের ৬টি চিনিকল খুলে দেওয়া, শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করা, আখচাষের জন্যে ঋণ ও সার বরাদ্দসহ নানা দাবি দাওয়া তুলে ধরেন। সভা পরিচালনা করেন যুব মৈত্রীর নেতা মাহবুবুর রহমান।
আরও দেখুন
নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …