রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে হাজারকী গ্রামে নতুন রাস্তা নির্মাণ

নন্দীগ্রামে হাজারকী গ্রামে নতুন রাস্তা নির্মাণ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে হাজারকী গ্রামে নতুন রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের হাজারকী হিন্দুপাড়া হতে পূর্বদিকে পথচলাচলের জন্য কোনো রাস্তা ছিলো না। একারণে গ্রামবাসীদের পথচলাচলে অনেকটা সমস্যা দেখা দেয়।

এমতাবস্থায় ইউপি সদস্য শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ, নিখিল চন্দ্র, সমাজসেবক পরিমল চন্দ্র ও বিশ্বনাথ রায়সহ গ্রামবাসীরা হাজারকী হিন্দুপাড়ার স্বপন চন্দ্র সরকারের বাড়ি হতে বাঁশিপুকুর পর্যন্ত ২২৮০ ফুট নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। এরপর ৪০ দিনের কর্মসূচির শ্রমিকরা ৭ দিন ব্যাপি পরিশ্রম করে এ রাস্তা নির্মাণ করতে সক্ষম হয়।

১৪ ডিসেম্বর এ রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এ বিষয়ে ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, গ্রামবাসীদের পথচলাচলের সুবিধার্থে রাস্তাটি নির্মাণ করা হয়। রাস্তাটি নির্মাণ করায় গ্রামবাসীরা অনেক খুশি হয়েছে।

আরও দেখুন

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগকর্তৃক গঠিত কমিটির ১ম সভা অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি, ৬ অক্টোবর ২০২৪রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় …