সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বাগাতিপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বাগাতিপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ শ্লোগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন। শনিবার সকালে উপজেলা জিমনেসিয়াম হল রুমে এই সমাবেশ কর্মসূচী পালন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, ওসি নাজমুল হক, আবাসিক মেডিক্যাল অফিসার ডা.ফরিদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী প্রমুখ। সমাবেশে উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, জাতির পিতার ভাস্কর্য ভাঙার মাধ্যমে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে। দেশের শিল্প-সংস্কৃতির জন্য এটি মারাত্মক হুমকি স্বরূপ। দেশের অব্যাহত উন্নয়ন-অগ্রগতি যারা সহ্য করতে পারছে না। তারাই জাতির পিতার ভাস্কর্য ভেঙে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …