নিজস্ব প্রতিবেদক:
নাটোরে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী (২৭) নামে এক লরি চালক নিহত হয়েছে আহত হয়েছে লরির হেলপার এবং বাসের এক যাত্রী আহত হয়েছে। নিহত মোহাম্মদ আলী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পঞ্চগড় গ্রামের ইসাহাক আলীর ছেলে।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজোয়ান আহমেদ জানান, ১২ ডিসেম্বর শনিবার সকাল দশটার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের নাটোর সদরের গাজির বিল এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো ব ১৫-৫২০৮ রাজশাহী হতে ঢাকা যাওয়ার পথে গাজীর বিলের মহাসড়কের বনপাড়ার দিক হতে আগত বৈদ্যুতিক পিলার বাহি লরি যার ঢাকা মেট্রো ড ৮১-৩১৬৫ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এই সময় লরির ড্রাইভার মোহাম্মদ আলী লরির মধ্যে চাপা পড়ে নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় লরির হেলপার শামসুদ্দিন(৩৮) এবং হানিফ গাড়ি যাত্রী মোহাম্মদ সালাউদ্দিনকে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি। গাড়ি চলাচল সাময়িক বন্ধ হলেও রাস্তার চলাচল এখন স্বাভাবিক রয়েছে।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …