সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / পুঠিয়ায় নৌকা’র প্রার্থী রবি’র নির্বাচনী কার্যালয় উদ্বোধন

পুঠিয়ায় নৌকা’র প্রার্থী রবি’র নির্বাচনী কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পৌরসভার মেয়র পদে নির্বাচন উপলক্ষে আ’লীগ দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

গতকাল (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় পুঠিয়া উপজেলা সদরের (বাসস্ট্যান্ড) এলাকায় এ নির্বাচনী অফিস উদ্বোধন করেন আ’লীগ দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রবিউল ইসলাম রবি।

উদ্বোধন শেষে নৌকার মনোনীত প্রার্থী রবি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘নৌকা প্রতীক পেয়েছি আপনাদের কারণে’। আর আপনারা সাথে ছিলেন বলেই দ্বিতীয়বারের মতো আ’লীগের দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভব হয়েছে। আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে কাজ করতে হবে। আর সবার কাছে দোয়া চাই, সুস্থ থেকে যেন নৌকার বিজয় ছিনিয়ে আনতে পারি।

এসময় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাবেক উপদেষ্টা মনিরুল ইসলাম তাজুল, থানা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জেলা আ’লীগ সাবেক সদস্য ও সাবেক উপজেলা আ’ লীগে সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম ফারুক, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম এহিয়া, বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল হক, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক খ, ম জাহাঙ্গীর আলম জুয়েলসহ থানা ও পৌর আ’লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …