নাজমূল হুদা, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতা সম্মাননা লাভ করেছে। নন্দীগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা, নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে ৯ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন ও জাতীয় মহিলা সংস্থা উপজেলা শাখার চেয়ারম্যান মাহফুজা বেগম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ৫ ক্যাটাগরীর জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। সফল জননী বুলবুলি রাণী বর্মণ, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রুপালী খাতুন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শাহানাজ খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুতে মরিয়ম বেগম ও সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকায় শিউলি বেগম সম্মাননা লাভ করে।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …