রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে বিজ্ঞান মেলা

বড়াইগ্রামে বিজ্ঞান মেলা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপি অনুষ্ঠানে স্কুল ও কলেজ পর্যায়ের ১৫টি প্রতিষ্ঠান মেলায় অংশ গ্রহণ করে।

পরে ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মেলার সমন্বয়ক সহকারী কমিশনার (ভূমি) মোহাইমেনা শারমিন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস, যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ প্রমুখ।

আরও দেখুন

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগকর্তৃক গঠিত কমিটির ১ম সভা অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি, ৬ অক্টোবর ২০২৪রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় …