মঙ্গলবার , এপ্রিল ১ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রাদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠীরা রাতে অন্ধকারে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নিমার্ণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী পালিত হয়েছে।

আজ রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা ছাত্রলীগের ব্যানারে প্রতিবাদী বিক্ষোভ মিছিলটি চাঁপাইনবাবগঞ্জ মজিব মঞ্চের সামনে থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ একই স্থানে এসে শেষ হয়। পরে মজিব মঞ্চের সামনে প্রতিবাদী সমাবেশ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

জেলার ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান ইমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাক্তার সাইফ জামান আনন্দ, সদর উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

সাম্প্রাদায়িক উগ্র মৌলবাদী গোষ্ঠীরা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণধীন ভাস্কর্য ভাঙ্গায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, যারা বঙ্গবন্ধুর নির্মাণধীন ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা আরো বলেন, চিহ্নিত করে গ্রেফতার না করলে আগামীতে কঠোর অবস্থানে যাবে ছাত্রলীগের নেতাকর্মীরা।

আরও দেখুন

জুলাই বিপ্লবের খুনী হাসিনা ও তার দোসরদের বিচার অবশ্যই করতে হবে- মঞ্জরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে …