রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / দেশে দ্বিতীয় সাইবার ফরেনসিক ল্যাব হচ্ছে চট্টগ্রামে

দেশে দ্বিতীয় সাইবার ফরেনসিক ল্যাব হচ্ছে চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক:
দেশের দ্বিতীয় ডিজিটাল সাইবার ফরেনসিক ল্যাব স্থাপিত হচ্ছে চট্টগ্রামে। যুক্তরাষ্ট্রের সার্বিক সহায়তায় এরই মধ্যে ল্যাবের অবকাঠামোগত কাজ শুরু হয়েছে। আগামী দুই/এক মাসের মধ্যেই এ ল্যাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘যুক্তরাষ্ট্রের সার্বিক সহায়তায় সাইবার ফরেনসিক ল্যাব স্থাপন করা হচ্ছে। বর্তমানে ল্যাবের অবকাঠামোগত কাজ চলছে। এরপর যুক্তরাষ্ট্র থেকে সরঞ্জাম আসবে। তারাই পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেবে। ‘সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের উপকমিশনার হামিদুল আলম বলেন, ‘বর্তমানে সাইবার অপরাধ বিষয়ে অনেক আবেদন জমা পড়ে কাউন্টার টেরোরিজম ইউনিটে। উন্নত প্রযুক্তির অভাবের কারণে অনেক আবেদন তদন্ত করতে বেগ পেতে হয়। এ ল্যাব স্থাপিত হওয়ার পর সাইবার অপরাধ তদন্ত আরও সহজ হবে। একই সঙ্গে তা দমনে বিশেষ ভূমিকা রাখবে।’ জানা যায়, সাইবার অপরাধবিষয়ক অপরাধ বিশ্লেষণ এবং রহস্য উন্মোচন করতে এ ল্যাব চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সিএমপির কাউন্টার টেরেরিজম ইউনিটের অধীনে সাইবার অপরাধ তদন্ত বিভাগ ও ডিজিটাল সাইবার ফরেনসিক ল্যাব স্থাপনের কাজ চলছে। এ ল্যাবের প্রাথমিকভাবে ১২ পুলিশ সদস্য প্রশিক্ষণ দেওয়া হবে। এদের মাধ্যমেই সাইবার ল্যাবের যাত্রা হবে। এ ল্যাব স্থাপিত হলে সাইবার অপরাধ দমন ও নিয়ন্ত্রণে অনেক এগিয়ে যাবে সিএমপি।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …