মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / লালপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-৩

লালপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-৩

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুর সড়ক দূর্ঘটনায় সজিব (১৯), সোহান(১৯) ,ফয়সাল (২০) নামের ৩ জন মোটরসাইকেল অরোহী নিহত হয়েছে । রবিবার ভোর রাতে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশেমপুর নামকস্থানে এই ঘটনা ঘটে । নিহতারা হলো ঈশ্বরদী উপজেলার মোলাডুলি ইউনিয়নের আস্কিপাড়া এলাকার, এদের পিতার নাম পাওয়া যায়নি ।

জানা যায়, রবিবার ভোর রাতে ঐ ৩ জন যুবক মোটর সাইকেল যোগে যাওয়ার পথে ঘন কোয়াশার কারণে নিয়ন্ত্রন হারিয়ে দুয়ারিয়া ইউনিয়নের কাশেমপুর নামকস্থানে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনা স্থলেই নিহত অবস্থায় পড়ে থাকে । সকাল ৭ টার দিকে স্থানীয় লোকজন তাদের নিহত অবস্থায় দেখে লালপুর থানা পুলিশকে খবর দেন ।

পুলিশ ঘটনা স্থলে এসে ৩ জনের লাশ ও মোটর সাইকেল উদ্ধার করে । লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের নাম পাওয়া গেছে । তবে তাদের পিতার নাম এখনো পাওয়া যায়নি ।

আরও দেখুন

সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …