মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে ধান বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু

নন্দীগ্রামে ধান বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে ধান বোঝাই ব্যাটারি চালিত ভ্যানের চাপায় জাহিদ হাসান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ভাটরা ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের ফারুক হোসেনের ছেলে। গত শুক্রবার বেলা ৩ টার দিকে এ ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদ হাসান তার সহপাঠিদের সাথে বাড়ির পার্শ্বে রাস্তার ধারে খেলাধুলা করছিল। ওই সময় সে দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। তখন ব্যাটারি চালিত একটি ধান বোঝাই ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উপজেলার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভ্যানটি আটক করেছে। তিনি আরও জানান দূর্ঘটনার পর পরই ভ্যান চালক পালিয়ে যায়।

আরও দেখুন

নাটোরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে ই- গভন্যাস ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ …