নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের কামার বড়িয়া গ্রামে একটি পুকুরে বিষ দিয়ে ৪লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ ওই মাছ চাষীর নাম কুতুব উদ্দিন। এঘটনায় কুতুব উদ্দিন সিংড়া থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, মাছচাষী কুতুব উদ্দিন ৩ টি পুকুরে মাছ চাষ করে আসছিল। গত বণ্যায় ক্ষতিগ্রস্থ পুকুর পুনঃরায় সংস্কারের লক্ষে ৩ পুকুরের মাছ স্থানান্তর করে এক পুকুরে মজুদ করে রেখেছিল। শুক্রবার গভীর রাতে কেবা কাহারা এই পুকরে বিষ প্রযোগ করে। এতে ছোট বড় বিভিন্ন প্রজাতীর মাছ মরে ভেসে উঠে। যার ক্ষতির পরিমান প্রায় ৪লাখ।
সিংড়া থানার অফিসার ইনর্চাজ নুর-এ আলম সিদ্দিকী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …