নিজস্ব প্রতিবেদক:
বেতন বৈষম্য নিরসনের দাবিতে অনির্দিষ্টকালের কর্ম বিরতীর ৪র্থ দিনের মতো পালন করছে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন। আজ সোমবার সকাল থেকে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জেলা শাখা, স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মী ও হেল্থ ইনস্পেক্টর সেকটোরাল এ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে নাটোর সদর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসুচি পালন করছে।
এসময় বক্তব্য রাখেন হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নাটোর শাখার সভাপতি শাহ আলম, সম্পাদক মতিউর রহমান, সাংগাঠনিক সম্পাদক আফজাল হোসনসহ অন্যান্যরা। বক্তারা তাদের নিয়োগবিধি সংশোধন করে স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করার দাবী জানান। দাবী না মানা পর্যন্ত তাদের এই কর্মসুচি চলবে বলেও জানান, বক্তারা। একই দাবীতে জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কর্মবিরতি পালন করা হচ্ছে।
উল্লেখ্য গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার থেকে বেতন বৈষম্য নিরসনের দাবিতে অনির্দিষ্টকালের কর্ম বিরতী পালন শুরু করে তারা । আর এর ফলে স্বাস্থ্য সেবা নিতে আসা সেবাগ্রহীতার সেবা থেকে বঞ্চিত হয়ে ফিরে যাচ্ছে।