নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে মাদক সেবনের দায়ে ১১ জনকে আটক করেছে র্যাব। রবিবার সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত লালপুর থানাধীন নর্থ বেঙ্গল সুগার মিলের স্কুল মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, হাশিমপুর গ্রামের কিয়ামত আলীর ছেলে আবুল হোসেন (৫০), অজিত প্রামাণিকের ছেলে অমৃত প্রামানিক (৩০), সুবর্ণপুর গ্রামের মৃত চাঁদ সওদাগরের ছেলে শাহাদত সওদাগর (৫০), কচুয়া গ্রামের আবু তাহেরের ছেলে নুর আলম (২৫), আরবাব গ্রামের আবুল মোল্লার ছেলে আমিনুর মোল্লা (৩৫), দুর্গাপুর গ্রামের কামাল সরদারের ছেলে লালন সরদার (২১), ঘাঁটছিলান গ্রামের মিনারুল ইসলাম এর ছেলে রুমন আলী (১৯), হোসেনপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে কামরুল ইসলাম (১৮), শালেশ্বর গ্রামের তনু মিয়ার ছেলে নজরুল ইসলাম (২৮), ভবানীপুর গ্রামের বাবলু নিয়ার ছেলে তুহিন আলী (২১), ইসলামপুর গ্রামের মৃত ফরিদ আলীর ছেলে ইসাহাক আলী (৪০)।
র্যাব-৫ রাজশাহী- ২ সিপিসি নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সন্ধ্যা ৬টা থেকে৮টা পর্যন্ত অভিযান চালিয়ে ২ গ্রাম গাঁজা ও ৩০০ মি.লি চোলাই মদসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই মাদক সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে জনসম্মুক্ষে স্বীকার করে।
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …