সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / বহুমুখী উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পৌর মেয়র উমা চৌধুরী

বহুমুখী উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পৌর মেয়র উমা চৌধুরী

বিশেষ প্রতিবেদক:
বহুমুখী উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন নাটোরের পৌর মেয়র উমা চৌধুরী। আজ রবিবার সকাল থেকে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প এর আওতায় ৪২ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা এবং ২৭ লক্ষ টাকা ব্যয়ে আর.সি.সি ড্রেনের এসকল কাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় (জিওবি) এর আওতায় ৯ নং ওয়ার্ডের হুগোলবাড়িয়া এলাকায় মাজেদের তেল মিল হতে রেলক্রসিং পর্যন্ত ৬৯০ মিটার রাস্তা কার্পেটিং, নবকুমারের বাড়ির কার্পেটিং রাস্তা ৬০ মিটার এবং ৭ নং ওয়ার্ডের শেফালী ফার্মেসির বাড়ী হতে মাংস বাজারে কার্পেটিং রাস্তা ১৪০ মিটার পর্যন্ত উদ্বোধন করা হয়।
এর সাথে ৭নং ওয়ার্ডের বড়গাছা পালপাড়ার দীর্ঘ ৪০ বছর পর উদ্বোধন হলো সদানন্দের বাড়ি (পুলিশ ফাঁড়ি) হতে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর পেছনে ২৭০ মিটার আর.সি.সি ড্রেনের কাজ উদ্বোধন করা হয়।

এই সময়ের মেয়র জানান, সরকারি অর্থায়নে এ সকল প্রকল্প হাতে পাওয়া মাত্রই আমি কাজ শুরু করে দেয়ার নির্দেশ দেই। সেই মোতাবেক আজ তার উদ্বোধন সম্পন্ন হলো, আশা করছি পৌরবাসীর দীর্ঘদিনের কষ্ট এবার লাঘব হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …