সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

লালপুরে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
বাংলার আখচাষী, জোট বাঁধ লড়াই কর এই স্লোগানকে সামনে রেখে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সহ পথা সভা করেছেন নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক – কর্মচারী ইউনিয়ন ও উত্তরবঙ্গ আখচাষী সমিতির নেতা-কর্মীরা । শনিবার বেলা ১১ টা ১৫ মিনিটের দিকে গোপালপুর রেলগেট এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

এসময় বক্তব্য রাখেন নাটোর-১ লালপুর- বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, উত্তরবঙ্গ আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল, আখচাষী নেতা আনছার আলী দুলাল, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম কাউসার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু প্রমুখ । 

এছাড়া  নাটোর সদর উপজেলার পরিষদ এর চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিনের ছেলে শামীম আহাম্মেদ সাগর সহ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ও আখচাষী সমিতির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা, চিনি শিল্প বি-রাষ্ট্রীয় করণ করা যাবেনা, চিনিকল গুলো বহুমুখী প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে , শ্রমিক- কর্মচারীদের ও কৃষকের বকেয়া পাওনা দ্রুত পরিশোধ করতে হবে, চিনিকল গুলো দ্রুত চালুর দাবি জানান তারা।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …