সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের একটি ছাত্রী নিবাস থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরের একটি ছাত্রী নিবাস থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিবেদক:
নাটোরের একটি ছাত্রী নিবাস থেকে মৌমিতা আক্তার (২৫) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় সিংড়া উপজেলার আয়েস গ্রামের মাহবুবুর রহমানের কন্যা মৌমিতা আক্তার নাটোর শহরের দক্ষিণ বড়গাছা এলাকার মৃদুলা ছাত্রী নিবাসের তৃতীয় তলার একটি কক্ষে থাকতো।

জানা যায়, বৃহস্পতিবার সারাদিন তাকে দেখতে না পেয়ে অন্য ছাত্রীরা খোঁজ নিতে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পায়। পরে দরজার ফুটো দিয়ে ভেতরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে মালিককে খবর দেয়, পরে মালিক পুলিশকে জানালে তৎক্ষণাৎ এসে তারা দরজা কেটে মরদেহটি উদ্ধার করে।

মৌমিতা বনপাড়া ফজিলাতুন্নেছা মুজিব অনার্স কলেজে শেষ বর্ষের ছাত্রী। নাটোর শহরের ওই ছাত্রী নিবাসে থেকে দুই বৎসর যাবৎ পড়াশোনা করতো।

নাটোর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, তার মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …