সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজের ভিত্তিস্থাপন

নন্দীগ্রামে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজের ভিত্তিস্থাপন

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজের ভিত্তিস্থাপন করা হয়েছে। মুজিব শতবর্ষে ভূমিহীন ‘ক’ শ্রেণির (জমি ও ঘর কিছুই নেই) পরিবার পুনর্বাসনে গত বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার গোছন গ্রামে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজের ভিত্তিস্থাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের ও আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা গামা প্রমুখ।

পর্যায়ক্রমে এ উপজেলায় ভূমিহীন ‘ক’ শ্রেণির (জমি ও ঘর কিছুই নেই) ১৫৬ পরিবার বাসগৃহ পাবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …