সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে কৃতি ফুটবলারদের সাথে পৌর মেয়র জামিল হোসেনের মতবিনিময়

হিলিতে কৃতি ফুটবলারদের সাথে পৌর মেয়র জামিল হোসেনের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, হিলি:
এক সময় হাকিমপুরের মাঠ কাঁপিয়ে তুলেছিলো হিলির কৃতি ফুটবলাররা। আর এসব প্রাক্তন কৃতি ফুটবলারদের নিয়ে মতবিনিময় করেছেন হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।

বুধবার রাতে পৌরসভার কার্যালয়ে তাদের সাথে এই মতবিনিময় করেন তিনি।পরে প্রাক্তন কৃতি ফুটবলারদের মাঝে বিভিন্ন উপহার বিতরণ করেন। বিতরণ শেষে তাদের নিয়ে নৈশভোজের আয়োজন করেন পৌর মেয়র।

এসময় উপস্থিত ছিলেন সেলিম রেজা জিন্নাহ। তিনি ১৯৯২ সালে বাংলাদেশের উল্ল্যেখযোগ্য ক্লাব বাদ্রার্স ইউনিয়নের রক্ষণ ভাগের নিয়মিত খেলোয়াড় ছিলেন।

হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত জানান,এই প্রাক্তন খেলোয়াড়রা এক সময় হাকিমপুর উপজেলার মুখ উজ্জ্বল করেছেন। তাদেরকে পৌরসভায় একত্র করতে পেরে এবং এই কৃতি ব্যক্তিদের আপ্যায়ন করতে পেরে ও তাদেরকে কিছু উপহার সামগ্রী দিতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …