নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করছে বাংলাদেশ হেলথ এসোসিয়েশন সিংড়া উপজেলা শাখা। দাবি না মানলে অনির্দিষ্টকাল এ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে এসোসিয়েশন নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ উপজেলার সকল টিকাদান কেন্দ্রের কর্মরতরা সমবেত হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশননের সিংড়া উপজেলার সভাপতি আব্দুল্লাহেল বাকি, সাধারন সম্পাদক রাজিবুল হাসান, স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশন সিংড়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মাদ আলী, সাধারন সম্পাদক আফসার আলী সহ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সিংড়া উপজেলায় ১২ টি ইউনিয়নের প্রায় ২৮৮ টি কেন্দ্র টিকাদান কেন্দ্র বন্ধ রয়েছে। কর্মবিরতি পালন করায় কার্যত অচল এসব কেন্দ্র। তৃনমৃলে সেবা পাচ্ছেনা সাধারন মানুষ। এজন্য সচেতন মহল দ্রুত বিষয়টি নিরসনে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।
আরও দেখুন
নন্দীগ্রামে প্রবাসীর স্ত্রী খুন
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে রওশন আরা (৫৫) নামে এক প্রবাসীর স্ত্রী খুন হয়েছে। জানা …